পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পটিয়ার শান্তির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাইফুল ইসলাম বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম কধুরখীল পাঠান পাড়া এলাকার ছিদ্দিক আহমদের পুত্র। আহত হয়েছেন মো. জিকু ও একজনের নাম এখনো জানা যায়নি।
স্থানীয় আনোয়ার হোসাইন জানান, সাইফু ও জিকুসহ তিন মোটরসাইকেল নিয়ে পারকিচর বেড়াতে যাচ্ছে বিকেলে শান্তির হাট এলাকায় একটি ট্রাক ধাক্কা দিলে সাইফু বাঁচার জন্য লাফ দিলে ট্রাকের চাকা পিষ্ট হন এবং অপর দুজন গুরুতর আহত হন। পরে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্ররণ করা হয়। নিহত সাইফু পেশায় একজন কার্পেনটার মিস্ত্রী। তার স্ত্রী ও ১৭ বছর বয়সে ১ ছেলে রয়েছে।
ঘটনানার সতত্যা নিশ্চিত করে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ কর্মকর্তা স্নেহাংসু বিকাশ চৌধুরী জানান, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা চট্টমেট্টো-ট (১১-০৫৪৩) ট্রাক শান্তিরহাট এলাকায় আসলে অপরদিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে পিচনের সিটে বসা সাইফু ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।













