২৪ অক্টোবর ২০২৫

পটিয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী, যুবক গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি :::

চট্টগ্রামের পটিয়ায় বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই তরুণী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর শুক্রবার (৭ মে) আমির হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পুলিশ তাকে আদালতে পাঠালে বিচারক জেলহাজাতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার আমির হোসেন উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ওসমানপাড়া এলাকার মৃত আবু তৈয়বের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ওসমানপাড়া এলাকার আমির হোসেন (২২) একই গ্রামের তেঁতুলতল এলাকার এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এতে একপর্যায়ে তরুণী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে বিচারক জেলে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন