২৫ অক্টোবর ২০২৫

পটিয়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ

বাংলাধারা ডেস্ক »

পটিয়া উপজেলার শান্তিরহাটে দুটি ট্রাক ও একটি যাত্রীবাহী মিনি বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপ পরিদর্শক আনিছুর রহমান গণমাধ্যমকে বলেন, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে একটি ডাম্প ট্রাক, একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি থানায় নিয়ে আসা হয়েছে। চালকরা পলাতক রয়েছে।

আরও পড়ুন