৩০ অক্টোবর ২০২৫

পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাঁগাও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা যায়, রবিবার সকালে পটিয়ার কোলাগাঁও এলাকায় নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন যুবক নজিম উদ্দিন (২৫)। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজিম উদ্দিন ওই এলাকার বদরুল মিয়ার ছেলে। ঘটনার সত্রতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন