১৬ ডিসেম্বর ২০২৫

পটিয়ায় মোটরবাইক-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু, আহত ১

বাংলাধারা ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় মটরবাইক ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুত্বর আহত হওয়ার ঘটনা ঘটে।

সোমবার (৮মার্চ) রাত আনুমানিক ১০ টার সময় উপজেলার শাহচান্দ আউলিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- অভি সেন (২৩) ও সুজন মিত্র (৩৫)। নিহত অভি সেন পটিয়া পৌরসভার ২নং সুচক্রদন্ডী এলাকার রতন সেনের ছেলে বলে জানা গেছে। আহতের যুবকের পরিচয় এখনো জানা যায়নি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘মোটরসাইকেলযোগে পটিয়া পৌরসভার ২নং সুচক্রদন্ডী এলাকা থেকে তিন যুবক পটিয়া কমলমুন্সির হাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহত আরেক যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ