৩১ অক্টোবর ২০২৫

পটিয়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমজুর হাটের পূর্বপাশে সানওয়্যার ফ্যাশন গামেন্টসের সামনে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে ।

রোববার (২১ জুলাই) লাশটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে এলাকার লোকজন পুলিশকে খবর দেন। পটিয়া থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। কে বা কারা লাশটি ফেলে গেছে তা কেউ জানাতে পারেনি। লাশটির শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।

সকালে পুলিশ ঘটনাস্থলে গেলে সুরতহাল রির্পোটের কাজ শুরু করেন। সকাল থেকে লাশটি দেখতে এলাকার লোকজন জড়ো হয়। তবে পরিচয় পাওয়া যায়নি।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে । যার আনুমানিক বয়স ৪৮। লাশটির শরীরের উরুর উপরের অংশে গাড়ির চাকার অঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে রাস্তায় মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি হতে পারেন তিনি পাশ দিয়ে হাটার সময় কোন বাস তাকে চাপা দিলে রাস্তার পাশে ছিটকে পড়েন।

তবে, কারা কিভাব খুন করেছে তা পুলিশ জানাতে পারেনি। লাশটি চমেক হাসপাতালের মর্গে পাঠানোর ব্যাবস্থা চলছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন