বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন দোকান- শপিং মলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। এ সময় সরকারি নির্দেশনা ও স্বাস্হ্যবিধি অমান্য করে দোকান-শপিং মল খোলা রাখায় জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৯ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।
এ সময় তিনি বলেন, বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন দোকান- শপিং মলে অভিযান চালানো হয়। এ সময় সরকারি নির্দেশনা ও স্বাস্হ্যবিধি অমান্য করে দোকান-শপিং মল খোলা রাখায় জরিমানা করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম













