পটিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৫০০ জন নারী পুরুষকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৯ মে) সকালে আমির ভান্ডার পুরাতন বাড়ি মাদ্রাসা মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আমিনুর রহমান খাঁন।
উদ্বোধক ছিলেন পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুর রহমান।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল আলিম।
বিশেষ অতিথি ছিলেন, পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ,প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদের সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল।
উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বেলাল শরীফ, সাইফুদ্দীন ভোলা, তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, মোঃ হারুন ছাত্রলীগ নেতা জয়নাল আবেদিন রাফি প্রমূখ।
বাংলাধারা/এফএস/এআই













