৪ নভেম্বর ২০২৫

পটিয়া হাসপাতালের চিকিৎসকের বাসায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা!

পটিয়া প্রতিনিধি »  

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের আবাসিক বাসায় সিলিং ফ্যানসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে এক যুবক চোরকে ধরেছে স্থানীয় জনতা।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। যুবকটির নাম মোহাম্মদ হাসান (২৭)। সে চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার আবুল হাশেমের পুত্র। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পটিয়া থানা পুলিশ তাকে আটক করে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মকর্তা রবিউল হোসেন জানান, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের আবাসিক এলাকার করতোয়া ভবনের দ্বিতীয় তলার পেছন দিকে ঢুকে দরজা ভেঙ্গে দুইটি সিলিং ফ্যান খুলে নেয়। পরে ওই বাসার গুরুত্বপূর্ন কাগজপত্র নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পরে। বাসাটি হাসপাতালের চিকিৎসক হুমায়ুন কবিরের জন্য বরাদ্দ হলেও সেখানে তিনি থাকেন না।

জানা যায় , এর আগেও প্রায়সময় আবাসিক কটেজগুলোতে চুরি ঘটনা ঘটেছে। বিভিন্নসময় পানির মোটর, মেডিকেলের এলইডি টেলিভিশন, স্টাফ কোয়ার্টারের বাসা চুরির ঘটনা ঘটেছে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, ‘হাসপাতালের আবাসিক ভবন থেকে সিলিং ফ্যানসহ কাগজপত্র চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ