বাংলাধারা প্রতিবেদন »
চালক মো. রমজান আলী (২১) ও হেলপার রমজান আলী (৩৯)। তারা দুজনেই আন্তঃজেলা কাভার্ডভ্যান শ্রমিক। তারা সাধারণত পণ্য নিয়ে চট্টগ্রামে আসে। পণ্য ডেলিভারি করার ফাঁকে এসব ইয়াবা সংগ্রহ করে।
রোববার (৮ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকার কদমতলী মোড় ফ্লাইওভারের নিচ থেকে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, রোববার রাত ১০টার দিকে কদমতলী মোড় ফ্লাইওভারের নিচে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল চালক ও হেলপার। জিজ্ঞাসাবাদ করার পর তাদের কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি চালিয়ে ২১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, চট্টগ্রামের কথিত এক দুলাভাইয়ের কাছ থেকে তারা এসব ইয়াবা সংগ্রহ করে। এর আগেও তারা একাধিকবার একই কায়দায় ইয়াবা সংগ্রহ করে। ইয়াবার একটি চালান গন্তব্যে পৌঁছে দিয়ে তারা ২০ হাজার টাকা পায়। তারা সাধারণত পণ্য নিয়ে চট্টগ্রামে আসে। পণ্য ডেলিভারি করার ফাঁকে এসব ইয়াবা সংগ্রহ করে। এই ঘটনায় দুই রমজান, পলাতক শাহজাহান ও কথিত দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













