২৪ অক্টোবর ২০২৫

পণ্য রপ্তানির চালানে সাড়ে ৬ কোটি টাকা পাচারের অপচেষ্টা

বাংলাধারা প্রতিবেদক »

চার ধরনের পণ্য চালান রপ্তানির বিপরীতে প্রায় ৬ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৭৮৮ টাকা পাচারের অপচেষ্টা উদঘাটন করেছেন কাস্টমস কর্মকর্তারা। বিদেশে পণ্য রপ্তানির আড়ালে কোটি কোটি টাকা পাচারের চেষ্টা করছিল রপ্তানিকারক প্রতিষ্ঠান আরএম সোর্সিং বাংলাদেশ।

বুধবার (১৯ জানুয়ারি) কেডিএস ডিপো থেকে পণ্যগুলো কন্টেইনার লোড করার সময় ৬ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৭৮৮ টাকার পণ্য আটক করা হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, রপ্তানিকারক প্রতিষ্ঠান আর এম সোর্সিং তাদের মনোনীত সিএন্ডএফ এজেন্ট বাংলাদেশ প্রোগ্রেসিভ প্রতিষ্ঠান ২৪ হাজার ৩৪৪ পিস পণ্য ঘোষণা দেয় যেখানে প্রতিটি চালানে পণ্য ছিলো ৬ হাজার ৮৭ পিস। যার মাধ্যমে প্রাপ্তি হতো ২৯ লাখ ৬০ হাজার ২৪৮ টাকা। কায়িক পরীক্ষায় দেখা যায়, সেখানে ৬ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৭৮৮ টাকার রপ্তানি পণ্য ছিল। মোট ৪টি চালানের মাধ্যমে রপ্তানিকারক প্রতিষ্ঠান আর এম সোর্সিং ৬ কোটি ৬২ লাখ ৭৮৮ টাকা পাচারে চেষ্টা চালায়। চালানের সবগুলোই ছিলো রপ্তানি যোগ্য পোশাক।

চট্টগ্রাম কাস্টমস হাউস এআইআর শাখার ডেপুটি কমিশনার জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন-১৯৬৯ এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, গত ২৫ অক্টোবর থেকে চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত মোট ১১৩টি পণ্য রপ্তানি করে প্রতিষ্ঠানটি। সেখানে কোনো অনিয়মত হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাধারা/এসএএআর

আরও পড়ুন