২৩ অক্টোবর ২০২৫

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে খাদ্য ও বস্ত্রসহ ৭ পাচারকারী আটক

চট্টগ্রামের পতেঙ্গায় মায়ানমার হয়ে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় খাদ্য সামগ্রী ও বস্ত্রসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা ও পুলিশের যৌথ উদ্যোগে পতেঙ্গা থানাধীন কয়লা ডিপো পুলিশ ফাঁড়ি সংলগ্ন কর্ণফুলী চ্যানেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৬২০ বস্তা ডাল, ১০ বস্তা আদা, ৪৮০ পিস লুঙ্গি, ৪০০ পিস শাড়ি। এসময় পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ ৭ জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত পাচারকারী, কার্গো বোট ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন