বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার চরপাড়া এলাকার একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ডে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ার স্টেশন অফিসার কেএম রায়হানুল বলেন, প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঝুটের গোডাউনের মালিক জানান. গোডাউন থেকে প্রায় লাখ টাকার মালামাল উদ্ধার করেছি।