৩১ অক্টোবর ২০২৫

পথ ভুলে নগরীতে মায়া হরিণ

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর আকবর শাহ থানা এলাকায় পাহাড় থেকে পথ ভুলে লোকালয়ে ঢুকে পরে বিরল প্রজাতির মায়া হরিণ। স্থানীয় এক দোকানির বিচক্ষনতায় হরিণটিকে আহত অবস্থায় উদ্ধার করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

মঙ্গলবার (১৬ জুলাই) ভোর সাড়ে ছয়টার দিকে পথ হারিয়ে রৈাকালয়ে ঢুকে পড়ে আকবর শাহ এলাকার আল্লাহর দান নামের এক কুলিং কর্ণারে আশ্রয় নেয় মায়া হরিণের শাবকটি। দোকানের মালিক মেহেদি হাসান তার ভাইকে সাথে নিয়ে হরিণ শাবকটিকে বেঁধে ফেলে কল করে জাতিয় জরুরী সেবা ৯৯৯ এ বিষয়টি জানায়।

পরে সকাল সাড়ে ৯টার দিকে পরিবেশ অধিদপ্তরের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিণ শাবকটিকে সামান্য আহত অস্থায় উদ্ধার করে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আব্দুর রহমান জানিয়েছে, মহানগরীর আকবরশাহ এলাকা সংলগ্ন পাহাড় থেকে লোকালয়ে চলে আশা একটি বিরল প্রজাতির মায়া হরিণ স্থানীয় জনগনের সহায়তায় উদ্ধার করে চট্টগ্রাম চিরিয়াখানার মাধ্যমে প্রাথমিক চিকিৎসা প্রদান করে বিভাগীয় বন কর্মকর্তা, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর কাছে অত্র দপ্তরের সম্মানিত পরিচালক মহোদয় এর নেতৃত্বে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডাক্তার সাহাদাত হোসেন শুভ বাংলাধারাকে বলেন, পরিবেশ অধিদপ্তর আহত অবস্থায় একটি মায়া হরিণ আমাদের কাছে এনেছিল। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন