বিনোদন ডেস্ক »
সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। ‘সবিনয় নিবেদন’ নামের ধারাবাহিক দিয়ে ২০১১ সালে যাত্রা শুরু করেছিলেন।
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় এসেছেন। ‘পাখি’ হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এরপর নিজের ‘পাখি’ ইমেজ ভেঙেছেন মধুমিতা সরকার। অভিনয় করেছেন ‘লাভ আজকাল পরশু’, ‘চিনি’ সিনেমায়। আবারও নতুন সিনেমায় ফিরছেন ছোট পর্দার পাখি।
এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার। তার তাঁর বিপরীতে সিনেমায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্য়ায়কে। বিয়ের পর পদবি বদল কী সত্যিই প্রয়োজন? এই প্রশ্ন নিয়ে নতুন ছবি নিয়ে আসছেন পরিচালক সুদীপ দাস। নাম ‘কুলের আচার’।
মুক্তি পেয়েছে সিনেমার পোস্টার। এক পোস্টারের ফ্রেমেই ধরা দিয়েছে গোটা পরিবার। হাতে হাত রেখে মধুমিতা আর বিক্রম, আর পিছনে ইন্দ্রানী আর নীল। সিনেমার গ্রাফিক্সেও ধরা দিয়েছে দুই পদবি।
সিনেমায় মধুমিতার চরিত্র একজন হাসিখুশি অল্পবয়সী মেয়ের, নাম মিঠি।আর পিছনে ইন্দ্রানী আর নীল। সিনেমার গ্রাফিক্সেও ধরা দিয়েছে দুই পদবি। সিনেমার গল্প কিছুটা এইরকম, সিনেমাতে মধুমিতার চরিত্র একজন হাসিখুশি অল্পবয়সী মেয়ের, নাম মিঠি । পর্দার প্রীতম ওরফে বিক্রমের সঙ্গে বিয়ের পর পদবি পরিবর্তন করতে রাজি হয় না মধুমিতা। বিয়ের আগের পদবিই ব্যবহার করতে চায় সে। তার সিদ্ধান্তে তাকে সমর্থন করে স্বামী প্রীতম। কিন্তু বেঁকে বসেন প্রীতমের মা-বাবা।
এভাবেই কাহিনী আগাবে সিনেমার। আগামী ১৫ জুলাই মুক্তি পাবে এই সিনেমা। সূত্র: এবিপি লাইভ













