বাংলাধারা প্রতিবেদক»
পদোন্নতি কার্যক্রম চালু, নিয়োগবিধি (২০২০) সংশোধনসহ ৮ দফা দাবিতে রেলওয়ে এর মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ রেলওয়ে অফিস কর্মচারী পরিষদ।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীরের মাধ্যমে এই স্বারকলিপি দেন বাংলাদেশ রেলওয়েতে সিআরবি, সিসিএস, ডিআরএম, ডিইএন, কারখানা ওস্টোর ডিপোতে দপ্তরে কর্মরত কর্মচারীরা।
এর আগে উপস্থিত কর্মচারীরা সিআরবি চত্বরে মিছিল শেষে বাংলাদেশ রেলওয়ের আহ্বায়ক আবজুরুল হক তুহিনের সভাপতিত্বে শান্তনু দাশের সঞ্চলনায় জিএম (পূর্ব) কার্যালয়ে সামনে অবস্থান কর্মসূচি এবং সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন অফিস কর্মচারী পরিষদের সদস্য সচিব মো. সিরাজুল হক, স্টোর বিভাগের প্রতিনিধি তামান্না বিনতে আজাদ, রেলওয়ে নিরাপত্তা বিভাগের প্রতিনিধি ইমাম হোসেন উজ্জল, সিগন্যাল বিভাগের প্রতিনিধি মুস্তাফিজুর রহমান, সিসিএস কার্যালয়ের প্রতিনিধি ফেরদৌস রহমান, ডিআরএম কার্যালয়ের প্রতিনিধি মো. নূরনবী, সিএমই দপ্তরের ফরিদা আক্তারসহ অফিস কর্মচারী পরিষদ বাংলাদেশ রেলওয়ে এর আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে কর্মচারীদের নিয়োগবিধি সংশোধন, ৪৭ হাজার জনবল কাঠামোতে পূর্বের ন্যায় দাপ্তরিক পদ বহাল রাখা, ঝুঁকিভাতা প্রদান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহসহ স্মারকলিপিতে লিখিত দাবি-দাওয়ার বিষয়ে যৌক্তিকতা তুলে ধরেন এবং অনতিবিলম্বে উক্ত দাবিসমূহ মেনে কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য তড়িৎ সিদ্ধান্ত নেয়ার জন্য রেল প্রশাসনকে আহ্বান জানান।
রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর প্রতিনিধি দলকে তাদের স্মারকলিপি ডিজি কার্যালয়ে প্রেরণসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিবেন মর্মে আশ্বস্ত প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে আহ্বায়ক আবজুরুল হক তুহিন পরবর্তী দিক নির্দেশনার জন্য অপেক্ষা করার জন্য অনুরোধ করে সমাবেশের সমাপ্তি ঘোষনা করেন।
বাংলাধারা/আরএইচআর













