২৫ অক্টোবর ২০২৫

পদোন্নতি প্রাপ্ত অফিসারদের ‘র‍্যাংক ব্যাজ’ পরালেন সিএমপি কমিশনার

বাংলাধারা প্রতিবেদন »

সদ্য পদোন্নতি প্রাপ্ত ইন্সপেক্টর (সশস্ত্র) ও ইন্সপেক্টর (শহর ও যানবাহন) অফিসারদের র‍্যাংক ব্যাজ পরিধান করালেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব র‌্যাংক ব্যাজ পরিধান করালেন সিএমপি কমিশনার।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান (বিপিএম, পিপিএম-বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এস আই (সশস্ত্র) হতে ইন্সপেক্টর (সশস্ত্র) পদে ও সার্জেন্ট হতে ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত ১৪ জন অফিসার র‍্যাংক ব্যাজ পরিধান করেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন