৭ ডিসেম্বর ২০২৫

পদ্মা সেতুতে পরিবারের সঙ্গে হাস্যোজ্জ্বল রাষ্ট্রপতি

বাংলাধারা ডেস্ক »

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার দু’দিন পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (২৬ এপ্রিল) সকালে সড়কপথে টুঙ্গিপাড়া যাওয়ার পথে পদ্মা সেতুতে নেমে পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন তিনি।

এদিন পদ্মা সেতুর মাঝখানে দাঁড়িয়ে তোলা ছবিতে রাষ্ট্রপতিসহ তার পরিবারের সদস্যদের হাস্যোজ্জ্বল দেখা গেছে। পরে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান রাষ্ট্রপতি। এরপর জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান।

এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। বেজে ওঠে বিউগল। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতি ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। বিকেলে সড়ক পথেই আবার ঢাকায় ফিরবেন তিনি।

আরও পড়ুন