বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের আনোয়ারা থেকে ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
শুক্রবার (১২ জুলাই) ভোররাতে আনোয়ারার তৈলারদ্বীপ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলো- আনোয়ারার বারখাইন এলাকার মো. হাসেম প্রকাশ হোসেনের ছেলে আরমান হোসেন (২০)।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বাংলাধারাকে বলেন, ‘পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা প্রয়োজন’ এমন গুজব প্রচার করছিল আরমান হোসেন। নিয়মিত ফেসবুকে এ সংক্রান্ত প্রচারণা চালিয়ে আসছিল সে। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শুক্রবার ভোররাতে তাকে আটক করা হয়। আরমানের বিরুদ্ধে আনোয়ারা থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, আরমান তার ফেইসবুক পেইজে পদ্মা সেতুর ছবির পাশাপাশি রক্ত ও কাটা মাথার ছবি পোস্ট করে লিখেছেন- “এই মাত্র পাওয়া খবর- গুজব নয় সত্যি, রক্ত চায় পদ্মা সেতু, ঘর ছাড়া শতাধিক পরিবার, রক্তের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে পদ্মা সেতুর কাজ, চারজন গায়েব- আতঙ্কে গ্রাম ছাড়া সাধারণ মানুষ, চুরির সময় হাতেনাতে ধরা…” এ ধরনের বিভিন্ন পোস্ট প্রচার করেছে।
এর আগে একই অভিযোগে ভোলার চরফ্যাশন থেকে আবদুল শহিদ হাওলাদার (২৪) নামের আরেক যুবককে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল র্যাব। পদ্মা সেতু নিয়ে বেশ কয়েকদিন ধরেই এ ধরনের প্রচার চলায় গত মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি দেয় সরকারের সেতু বিভাগ।
পদ্মা সেতু নির্মাণ কাজে ‘মানুষের মাথা লাগবে’- এমন গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানানোর পাশাপাশি এ ধরনের অপপ্রচার চালালে আইনে শাস্তির বিধান থাকার বিষয়টি মনে করিয়ে দেওয়া হয় সেখানে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আর
				












