বাংলাধারা ডেস্ক »
লা লিগায় নাটকীয় এক ম্যাচে বছরের শুরুতেই হোঁচট খেল বার্সেলোনা। এস্পানিওলের সঙ্গে ২-২ গোলে ডার্বি ড্র করে পয়েন্ট হারিয়েছে জায়ান্ট বার্সেলোনা। বার্সেলোনার হয়ে দুটি গোলের একটি করেন সুয়ারেজ। অন্যটি আসে ভিদালের কাছ থেকে।
শুরু থেকেই এস্পানিওলের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রত্যাশিত আধিপত্য বজায় রেখে খেলতে থাকে বার্সেলোনা। কিন্তু প্রত্যাশিত গোল পাচ্ছিলো না ওরা। উল্টো ম্যাচের ২৩ মিনিটে ডেভিড লোপেজের অনবদ্য এক হেড থেকে আসা গোলে এগিয়ে যায় এস্পানিওল। পিছিয়ে পড়ে গোল পেতে মরিয়া বার্সাকে অপেক্ষা করতে হয় ম্যাচের দ্বিতীয়ার্ধ পর্যন্ত।
৫০তম মিনিতে আলবার দুর্দান্ত ক্রস থেকে সুপার ফিনিশিংয়ের মধ্যদিয়ে বার্সাকে সমতায় ফেরান সুয়ারেজ। লা-লীগার চলতি মৌসুমে এটি উরুগুয়াইন স্ট্রাইকারের ১১ তম গোল। গোল করার আট মিনিট পর আবারও সুয়ারেজ ভেলকি। এবার অবশ্য সুয়ারেজের কাজ ছিলো অ্যাসিস্ট করা। সুয়ারেজের নান্দনিক এক অ্যাসিস্ট থেকে গোল করেন ভিদাল। বার্সেলোনা এগিয়ে যায় ২-১ ব্যবধানে।
২-১ গোলে এগিয়ে থাকা বার্সার সামনে ফিরতি আঘাত আসে ৭৫ মিনিটে। এবার আঘাতটা অবশ্য আসে রেফারির তরফ থেকে; জোরা হলুদ কার্ডের জেরে বার্সা মিডফিল্ডার ডি ইয়ংকে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয়। ডি ইয়ংকে হারানোর পর গ্রিজম্যানের পরিবর্তে সেমেডোকে নামিয়ে রক্ষণ সামাল দেয়ার চেষ্টা করেন ভার্লভার্দে। তবে ভার্লভার্দের সেই চেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে ৮৮ মিনিটে বার্সার জাল ভেদ করে ম্যাচে সমতা আনেন এস্পানিওলের চীনা ফুটবল তুর্কি লিঁই। ম্যাচের বাকি সময়ে সর্বোচ্চ চেষ্টা করেও কাক্ষিত গোলের দেখা না পেলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সাকে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













