১০ নভেম্বর ২০২৫

‘পরশের সম্মান প্রদর্শন’— রাজনৈতিক শিষ্টাচার বঙ্গবন্ধু পরিবার থেকে শেখার পরামর্শ লিটনের

বাংলাধারা প্রতিবেদক »

রাজনৈতিক শিষ্টাচার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার থেকে শেখার পরামর্শ দিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র (১), ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর লিটন।

রোববার (২৯ মে) দিবাগত রাত ১১টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জ্যেষ্ঠ সন্তান যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের ছবি নিজের ফেসবুকে শেয়ার দিয়ে স্ট্যাটাসে এই পরামর্শ দেন আবদুস সবুর লিটন।

তিনি তাঁর ফেসবুক একাউন্টে দেয়া ওই স্ট্যাটাসে লিখেন, ‘রাজনীতি শিখতে চাইলে বঙ্গবন্ধুর পরিবার থেকে শিখেন, শিষ্টাচার কাকে বলে দেখেন, পিতার সহযোদ্ধার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’

প্যানেল মেয়রের শেয়ার দেয়া ওই ছবি দেখা যাচ্ছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে পা ছুঁয়ে সালাম করছেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জ্যেষ্ঠ সন্তান যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

জানা যায়, রোববার হাটহাজারীর পার্বতী স্কুল মাঠে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত হলে অতিথির চেয়ার থেকে উঠে ফজলে শামস পরশ প্রবীণ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে পা ছুঁয়ে সালাম করে শিষ্টাচারের এক নজির স্থাপন করেন। শুধু তাই নয়, বক্তৃতায়ও শেখ ফজলে শামস পরশ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে এই অঞ্চল (চট্টগ্রাম) এবং নিজের ব্যক্তিগত মুরুব্বি বলেও উল্লেখ করেন।

এদিকে ছবিটি রোববার রাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট দিয়ে তাতে লেখা হয়, ‘যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী। শুরুতে লেখা হয়েছে, শিষ্টাচার…’ ফেসবুক পেইজে প্রশংসার পাশাপাশি বিষয়টি সম্মেলনস্থলেও প্রশংসা কুড়িয়েছেন।

আবার কেউ কেউ এমনও বলেছেন, ‘আওয়ামী রাজনীতির জীবন্ত কিংবদন্তি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে পা ছুঁয়ে সালাম করে যথার্থ সম্মান প্রদর্শন করেছেন পরশ। এটি শিক্ষনীয়, অনুকরণীয় ও রাজনৈতিক উদারতার বৃহত্তম মাইলফলক।’

আরও পড়ুন