২ নভেম্বর ২০২৫

পরিবহন ধর্মঘট স্থগিত

বাংলাধারা ডেস্ক »  

ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকদের বিশেষ ছাড় দিলো সরকার। লাইসেন্স ও কাগজপত্র আপডেট করতে আগামী বছর জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে।পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরামন্ত্রী বলেন, ‘আইনে যে কয়টি ধারা নিয়ে তারা আবেদন করেছেন, সেগুলো সংশোধনের জন্য আমরা যোগাযোগ মন্ত্রণালয়ে সুপারিশ আকারে পাঠাবো। আর যেসব কাগজপত্রে সমস্যা আছে, সেগুলো সংশোধন করে নেওয়ার জন্য তাদের জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তাদের দাবিগুলো আমরা মেনে নিয়েছি।’

সরকারের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন শ্রমিক নেতারা।

এর আগে বুধবার সাড়ে নয়টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে তার সাথে বৈঠকে বসে পরিবহন আইন সংশোধনের দাবিতে ধর্মঘটে থাকা বাস, ট্রাক ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ