২৮ অক্টোবর ২০২৫

পরিবারসহ সিএমএইচে ভর্তি চবি উপাচার্য

বাংলাধারা প্রতিবেদন »  

পরিবারসহ করোনায় আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে উপাচার্য ছাড়াও তার স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. লতিফুল আলম চৌধুরী ও মেয়ে রিফাত মোস্তফা সিএমএইচে ভর্তি হন।

এর আগে ১১ জুলাই নমুনা পরীক্ষার ফলাফলে তার মেয়ে এবং তিন নাতনিসহ পরিবারের ৭ সদস্য করোনায় আক্রান্ত হন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, সোমবার রাত ১১টার দিকে উপাচার্য ম্যাডাম, তার স্বামী ও মেয়ে সোমবার সিএমএইচে ভর্তি হন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো আছে। সবার কাছে উপাচার্য ম্যাডাম দোয়া চেয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন