৩০ অক্টোবর ২০২৫

পরিবেশ অধিদপ্তরের ডাকে সাড়া দেয়নি ‘ক্যাপিটাল পেট্রোলিয়াম’, আদালতে মামলা

সীতাকুণ্ড প্রতিনিধি »

সীতাকুণ্ডে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলনও ফসলি জমি ভরাট করার দায়ে করা ৫০ লাখ টাকা জরিমানা পরিশোধ না করায় ক্যাপিটাল পেট্রোলিয়াম লিমিটেড নামে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।

বুধবার (৯ মার্চ) চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক ফেরদৌস আনোয়ার বাদী হয়ে এই মামলাটি করেন।

এর আগে বালু মহাল আইন না মেনে সাগর থেকে বালু উত্তোলনের প্রমাণ পেয়ে ক্যাপিটাল পেট্রোলিয়াম লিমিটেডকে তিনবার নোটিশ পাঠায় পরিবেশ অধিদপ্তর। তবে তারা শুনানিতে অংশ নেয়নি। পরপর এভাবে তিনবার নোটিশ পাঠিয়েও শুনানিতে অংশ না নেওয়ায় ২৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটিকে ৫০ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম। সেসময় তিনি এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা পরিশোধের পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তবে সেই নির্দেশও উপেক্ষা করেছে অভিযুক্ত ক্যাপিটাল পেট্রোলিয়াম।

মামলার বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, ‌‘বালু উত্তোলন বন্ধ করা, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে নেয়া ও ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দেওয়া হলেও তারা আদেশ পালন করেননি তাই বাধ্য হয়ে নিয়মিত মামলা করতে বাধ্য হলাম।’

উল্লেখ্য, ক্যাপিটাল পেট্রোলিয়াম নামক একটি প্রতিষ্ঠান গত তিন বছর পূর্বে সীতাকুণ্ডের বাড়বকুন্ড মান্দারীটোলা এলাকায় বেশ কিছু জমি ক্রয় করেন কারখানা স্হাপন ও এলাকার লোকদের চাকুরী দেয়ার আস্বাশে।গত বছর জায়গাগুলো এনবি শিপইয়ার্ড নামম একটি প্রতিষ্টানের কাছে বিক্রি করে দেন,তবে সর্ত ছিল ৬ ফুট উচুঁ করে ভরাট করে দিতে হবে।ক্যাপিটাল ভরাট করতে সাগর উপকূলে বেশ কয়টি শক্তিশালী ড্রেজার মেশিন স্হাপন করে রাতদিন বালু উত্তোলন করে আসছিল,তাদের কে সহযোগীতা করে আসছিল স্হানীয় একটি যুবক সিন্ডিকেট। পরিবেশ অধিদপ্তর কয়েক দফা পাইপ কেটে দিলেও তাদের বালু উত্তোলন বন্ধ করতে পারেনি।

আরও পড়ুন