বাংলাধারা প্রতিবেদন »
এসএসসি পরীক্ষায় ফলাফল (২০২০) দেখতে বের হন অভিজিৎ চক্রবর্তী নামের এক কিশোর। ফল দেখে জানতে পারেন সে অকৃতকার্য। এরপর বাসায় না ফিরে নগরীর একটি হোটেলে উঠে আত্মগোপন করে থাকেন। বাসা থেকে বের হওয়ার সময় মায়ের রাখা ৭ হাজার টাকা নিয়ে বের হয়েছিলেন তিনি।
শনিবার (৬ জুন) রাতে তাকে নগরীর পাঁচলাইশ থানা এলাকার চক ইন হোটেল থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
গত ৩১ মে রাত পর্যন্ত ছেলের খোঁজ না পেয়ে তার বাবা নগরীর কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ছেলেটি রেজাল্ট আনতে গিয়ে নিখোঁজ হয়। সে ‘অপহৃত’ হয়েছে দাবি করে অনেকে ফেইসবুকে পোস্টও দিয়েছে।সিএমপি কমিশনার মহোদয়ের নির্দেশনায় কোতোয়ালি জোনের সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমার তত্ত্বাবধানে পুলিশ গুরুত্ব দিয়ে ঘটনাটির তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে হোটেল চক ইন এর একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, পরীক্ষায় ফেল করায় সে তার মায়ের রাখা ৭ হাজার টাকা নিয়ে বাসা হতে পালিয়ে হোটেল চক ইন এ আত্মগোপনে থাকে। সে নিজে বা অন্য কারো মাধ্যমে বাবার কাছ হতে কোন টাকা চায়নি এবং তাকে কেউ অপহরণ করেনি।
উল্লেখ্য, ছেলেটিকে উদ্ধার করে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













