বাংলাধারা প্রতিবেদন »
পড়াশোনায় এবং ভাল ফলাফলে আগ্রহ ও উৎসাহ যোগাতে হাটহাজারী উপজেলার মেখল পৌরসভার ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ভাল ফলাফল করায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেয়ার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসনের পরিকল্পনা এবং উদ্যোগে আজ সকাল ১০ টায় মেখল পৌরসভার ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ভাল ফলাফলের জন্য ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেয়া হয়।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













