৩০ অক্টোবর ২০২৫

পরীক্ষায় খাতা দেরিতে দেয়ায় ৬ শিক্ষককে অব্যাহতি

বাংলাধারা ডেস্ক » 

দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলার অভিযোগে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায় ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দাখিল কোরআন মাজিদ পরীক্ষায় বালিয়াকান্দি কলেজ কেন্দ্রে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেন রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব মোঃ মুরাদুল ইসলাম। তিনি বলেন, কোরআন মাজিদ পরীক্ষায় কক্ষে এমসিকিউ খাতা দিতে বিলম্ব হওয়ার কারণে বালিয়াকান্দি মাদ্রাসার শিক্ষক শাহনাজ পারভীন, বারমল্লিকা মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমান, বাঁধুলী খালকুলা দাখিল মাদ্রাসার শিক্ষক রুপালী খাতুন, পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম, নটাপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আনিসা খাতুন ও বড়হিজলী মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলামকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ দায়িত্ব অবহেলার কারণে ৬জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন