৪ নভেম্বর ২০২৫

পরীক্ষা দিয়ে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থীর

চট্টগ্রামের সাতকানিয়ায় পরীক্ষা দিয়ে ফেরার পথে বজ্রপাতে মুহাম্মদ আকিবুর রহমান (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার ছোট ভাই রাকিবুর রহমান (১০)।

শনিবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ছদাহা বহনামুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকিব উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব খোদ্দকেঁওচিয়ার বহনামুরা এলাকার মফিজুর রহমানের ছেলে। সে ছদাহা কেফায়েত উল্লাহ-কবির আহমদ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

কেফায়েত উল্লাহ-কবির আহমদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, গত ৮ জুন প্রচন্ড তাপ প্রবাহের জন্য মাধ্যমিক বিদ্যালয়সমূহে শ্রেণী কার্যক্রম ও পরীক্ষা বন্ধ ছিল। ওই দিনের অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের অর্ধ বার্ষিক পরীক্ষাটি শনিবার অনুষ্ঠিত হয়। আকিব বাংলা বিষয়ের পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে তার ছোট ভাইকে নিয়ে সাইকেলে চড়ে বাড়িতে ফিরে যাচ্ছিল। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। তারা বাড়ির কাছাকাছি ছদাহার বিল এলাকায় পৌঁছালে বজ্রপাতের শিকার হয়ে আকিবের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর আমরা শিক্ষকরা তাঁর বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ