১৭ ডিসেম্বর ২০২৫

পরীমণিকে আবারও পাঁচ দিনের রিমান্ডে চায় পুলিশ

বাংলাধারা প্রতিবেদন»

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কারাবন্দি আলোচিত নায়িকা পরীমনিকে আবারও  ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) । এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার তার উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ আগস্ট) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে জামিন শুনানির দিন ধার্য ছিল। শুনানির শুরুতে, পরীমনিকে আবারও  ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার তার উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) রেজাউল করীম চৌধুরীর আদালতে আইনজীবী মজিবুর রহমান পরীমনির জামিন আবেদন করেন। পরে শুনানির জন্য আদালত বুধবার দিন ধার্য করে।

আদালত সূত্রানুসারে জানা যায়, যেহেতু পরীমণির রিমান্ড আবেদন আছে সেহেতু আইনগতভাবে জামিন শুনানি হয় না। এরপর পরীমনির আইনজীবী জামিন আবেদন প্রত্যাহার করে নেন। বৃহস্পতিবার পরীমনির জামিন আবেদন করবেন বলে জানান আইনজীবী মুজিবুর রহমান।‘

সিআইডি সূত্রে জানা যায়, পরীমণির দ্বিতীয় দফা রিমান্ডের জিজ্ঞাসাবাদে দেয়া বেশ কিছু তথ্যে গরমিল রয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এজন্য আবারো তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, দুই দফায় রিমান্ড শেষে গত ১৩ আগস্ট পরীমনি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জামিন আবেদন খারিজ করে তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ