বাংলাধারা প্রতিবেদন»
মাদকসহ আটক হলেন বাসা থেকে। এরপর মাদক মামলায় গ্রেফতার। শুনানি শেষে না-মঞ্জুর হল জামিন । তৃতীয়বারের মতো রিমান্ড- সব মিলিয়ে এই মুহূর্তে তুমুল আলোচিত এক নাম পরীমনি।
পরীমনি চাইলে তার এই ঘটনা এবং জীবনে উঠে আসার গল্প পর্দায় তুলে ধরার ইচ্ছে প্রকাশ করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।
খসরু বলেন, ‘পরীমনি রাজি থাকলে তার জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করতে চাই। এমনকি নায়িকা হিসেবে সেই সিনেমায় আমি চাই পরীমনি অভিনয় করুক।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। রিমান্ড শুনানির জন্য আজ এই চিত্রনায়িকাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মুক্ত হয়ে আসার পর পরীমনিকে এমন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেবেন বলে জানান এই চলচ্চিত্র প্রযোজক।
বাংলাধারা/এফএস/এফএস













