বাংলাধারা ডেস্ক»
বসে আছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তার কোলে এক শিশু ঘুমিয়ে আছে। শিশুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মিম। তার চোখে-মুখে খেলা করছে আনন্দের ঢেউ।
শুধু দেখা নয়, রাজ্যকে রীতিমতো কোলে নিয়ে আদরও শুরু করে দিলেন। এমন একটি ছবি ফেসবুকে নিজেই শেয়ার করেছেন মিম। ছবির সঙ্গে লিখেছেন, রাজ্যর সঙ্গে প্রথম দেখা।
গত ১০ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনির এটি প্রথম সন্তান। পুত্রের নাম রেখেছেন রাজ্য। আর রাজ্যকে দেখতে পরীমনির বাসায় গিয়েছিলেন মিম। আর সেই সময়ে এভাবে ফ্রেমবন্দি হন তিনি। মিমের পোস্ট করা এ ছবিতে লাভ ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন পরীমনিও।
পুত্র রাজ্যকে নিয়ে বাসায় ফেরার পর শোবিজ অঙ্গনের অনেকে গিয়েছিলেন পরীমনির বাসায়। এ তালিকায় রয়েছেন—চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা নিপুণ, সাইমন সাদিক প্রমুখ।
বাংলাধারা/এসআরটি












