বিনোদন বাংলাধারা »
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকের মামলায় চার দিনের রিমান্ড শেষে আলোচিত নায়িকা পরীমনির ফের দুই দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) তাকে পুলিশি পাহারায় আদালতে হাজির করা হয়। এ সময় পরীমনিকে এক নজর দেখতে তার নানা শামসুল হকও আদালতে উপস্থিত হন।
আদালত চত্বরে পরীমনির নানা সাংবাদিকদের বলেন, ‘নিজের জন্য জীবনে সে (পরীমনি) কিছু করে নাই। সব কিছু মানুষকে দান করে এখন সে পরিস্থিতির শিকার হয়েছে। নিজে একটা ফ্ল্যাট করে নাই। প্রত্যেক বছর এফডিসিতে কুরবানি বাড়িয়ে দেয় গরিবদের জন্য। সব কিছু মানুষকে বিলিয়ে দেয়। এখন আল্লাহ পাক যদি ওরে মাফ করে আরকি।’
পরীমনির বাসায় মাদক পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাসায় খালি বোতল ছিল। এগুলো মাদকের বোতল কিনা জানি না।’
গত ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ পরীমনি ও তার সহযোগীকে আটক করে র্যাব। পরদিন বনানী থানায় মাদকদ্রব্য আইনে পরীমনিকে গ্রেপ্তার দেখানো হয়। পরে পুলিশের আবেদনে পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। র্যাব, থানা পুলিশ, ডিবি ঘুরে চতুর্থ সংস্থা হিসেবে পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলার তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস ফের তার দুই দিনের রিমান্ড দেন।
বাংলাধারা/এআই













