৪ নভেম্বর ২০২৫

পরোয়ানা মাথায় গ্রেফতার এড়াতে ছদ্মবেশে আত্মগোপন—ধরলো র‌্যাব

ডাকাতি, অস্ত্র ও হত্যাচেষ্টাসহ ১৪ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী ফরিদুল আলমকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (৬ জুলাই) ফরিদুল আলমের অবস্থান চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জানতে পেরে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত ফরিদুল আলম কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার নুরুল হুদার ছেলে।

শনিবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদুল কক্সবাজারসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। তার বিরুদ্ধে চকরিয়া থানায় ১৩টি এবং বান্দারবানের লামা থানায় একটি মামলা রয়েছে। এসব মামলা থেকে গ্রেফতার এড়াতে তিনি ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আসছিলেন। সর্বশেষ তিনি হাটহাজারী উপজেলায় আত্মগোপনে ছিলেন। তার অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত ফরিদুল আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ