২৮ অক্টোবর ২০২৫

পর্যটন বিকাশে কুয়াকাটা-কক্সবাজারের চেয়ে কোন অংশে কম নয় কুতুবদিয়া- প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

পর্যটন বিকাশে কুতুবদিয়া দ্বীপ কুয়াকাটা ও কক্সবাজারের চেয়ে কোন অংশে কম নয় এ সম্ভাবনার দ্বীপটি। কক্সবাজার ও সেন্টমার্টিনের ওপর থেকে চাপ কমাতে সরকার কুতুবদিয়ার জন‍্য কাজ করবে।

শনিবার (২৮ আগস্ট ) পর্যটন শিল্পের বিকাশ ঘটানোর লক্ষ‍্যে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী পর্যটন স্পট হিসেবে কুতুবদিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, কুতুবদিয়ায় যে বাতিঘর রয়েছে তা অন্য পর্যটন এলাকায় নেই, পর্যটকদের জন্য নতুন বাতিঘরের কাজ শেষ হলে তা নতুন মাত্রা যোগ হবে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে মন্ত্রী শনিবার দুপুরের দিকে কুতুবদিয়ায় পৌছাঁয়। এরপরে প্রতিমন্ত্রী বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাতিঘর, কৈয়ারবিল সমুদ্র সৈকতসহ বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেন।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কুতুবদিয়া দ্বীপের পর্যটন বিকাশে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোছেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইউ জাবেদ আহম্মেদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, ট্যুরিষ্ট পুলিশের এএসপি মহিউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দারসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পেশাজীবিগণ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন