বাংলাধারা প্রতিবেদক »
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন এবং আগামী ৪ ডিসেম্বরের জনসভাকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
বুধবার (১৭ নভেম্বর) বিকেলে সমাবেশের মঞ্চস্থলসহ পুরো পলোগ্রাউন্ড মাঠ ঘুরে দেখেন নেতৃবৃন্দরা।
পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, পলোগ্রাউণ্ডের জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীসহ চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আগামী ৪ ডিসেম্বরের জনসভায় স্মরণকালের জনসমাগম ঘটিয়ে পলোগ্রাউণ্ডের সর্ববৃহৎ জনসমুদ্রে পরিণত করা হবে ইনশাআল্লাহ্।
এসময় সেখানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজন, আবদুচ ছালাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নঈম উদ্দিন চৌধুরী, আবুল কালাম আজাদ, আবুল কাসেম চিশতি, আবুল বশর, মোসলেহ উদ্দিন মনসুর, মশিউর রহমান, মাহফুজুল হাযদার চৌঃ রোটন, বকতেয়ার উদ্দিন খান, চন্দন ধর, নোমান আল মাহমুদ, মোহাম্মদ নুর খান, নাজিম উদ্দিন তালুকদার, আ স ম ইয়াছিন মাহমুদ, এস এম আল মামুন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন চৌধুরী তপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।