৫ দিনের ব্যবধানে ফের মধ্যরাতে জ্বলছে রোহিঙ্গা ক্যাম্পের বসতি। উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। খবর পাওয়া পর্যন্ত (রাত দেড়টা) আগুনে পুড়ছে ক্যাম্পের বসতঘর।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে আগুন জ্বলতেছে। ক্যাম্পে থাকা রোহিঙ্গারা আগুন নেভাতে কাজ করছেন। বিষয়টি জানিয়েছেন ক্যাম্প মাঝি হামিদ হোসাইন।
তিনি বলেন, ৫ দিনের ব্যবধানে একই ক্যাম্পে আবার আগুনে পুড়ছে বসতি। আমরা আগুন নেভাতে কাজ করছি।ফায়ার সার্ভিসেকে খবর দেওয়া হয়েছে।
তবে কি কারণে আগুন লাগলো সেটা জানাতে পারেননি এ রোহিঙ্গা মাঝি। আগুন লাগার বিষয়টি জানতে নিরাপত্তার দায়িত্বে থাকা শৃংখলা বাহিনী কিংবা ক্যাম্প ম্যানেজমেন্টে থাকা দায়িত্বশীল কেউ ফোন ধরেননি- তাই তাদের বক্তব্য দেয়া যায়নি।
ক্যাম্পে বার বার আগুন লাগার ঘটনাটি ষড়যন্ত্র নাকি প্রাকৃতিক দুর্ঘটনা তা নিয়ে নানা গুঞ্জন চলছে।
এদিকে, গত শনিবার দিনগত রাত ১টার দিকে একই ক্যাম্পে আগুন লেগে হাজারের অধিক বসতি পুরে ছাই হয়েছে।













