বাংলাধারা ডেস্ক »
পাঁচদিন হয়ে গেলেও খোঁজ মিলছে না আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। অনেকের টাইমলাইনে আবু ত্ব-হার সন্ধান চাই হ্যাস ট্যাগ দেখা যাচ্ছে। বিষয়টিতে আইনশৃঙ্খলা বাহিনীর ‘অনীহা’ হিসেবে দেখছেন কেউ কেউ। অনেকের ধারণা, আবু ত্ব-হা নিখোঁজ হননি, নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছেন। যে কারণে এতোদিন হয়ে যাওয়ার পরও মামলা নিচ্ছে না পুলিশ।
গত ৮ জুন নিখোঁজ হওয়ার পর এখনো আবু ত্ব-হা এবং তার দুই সফরসঙ্গী ও গাড়ির চালক, এমনকি গাড়িটিও খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ স্বামী আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের সন্ধানে সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছেন স্ত্রী সাবিকুন্নাহার।
সাবিকুন্নাহার বলেন, আমার স্বামী এবং তার দুই সফরসঙ্গী ও গাড়ি চালকের কোনো খোঁজ পাইনি এখন পর্যন্ত। এমনকি আমরা কোনো জিডিও করতে পারিনি। এর আগে পল্লবী থানায় গেলে তারা জানায়, তার (আদনান) সর্বশেষ অবস্থান ছিল রংপুর। তাই রংপুর গিয়ে জিডি করতে বলে।
সাবিকুন্নাহার জানান, প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে দেওয়া চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে জমা দেওয়া হয়েছে এবং তারাও চিঠিটি রিসিভ করেছেন।
চিঠিতে তিনি বলেন, রংপুর থেকে ঢাকা ফেরার সময় গত ৮ জুন দুই সঙ্গী ও গাড়ি চালকসহ নিখোঁজ হন আবু ত্ব-হা। ওই দিন থেকে তাদের ব্যবহৃত গাড়িটিও কোথাও পাওয়া যাচ্ছে না। গত পাঁচ দিন ধরে খুঁজছি, কিন্তু কোনো সন্ধান পাইনি। ঢাকার দারুস সালাম ও পল্লবী থানায় গিয়েও কোনো আইনি সাহায্য পাওয়া যায়নি। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারো কোনো সহযোগিতা না পেয়ে আপনার বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি। আবু ত্ব-হা যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে তাকে আইনের কাছে সোপর্দ করা হোক।’
বিষয়টি আমলে নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ভেরিফায়েড টুইটার থেকে নিখোঁজ ত্ব-হা আদনানের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে।
এদিকে, মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত বিলের ওপর আনিত সংশোধনী প্রস্তাবের আলোচনায় সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘কোথায় মামলা করবো? কার কাছে মামলা করবো? কার কাছে অভিযোগ করব? কেউ তো জিডি নিতে রাজি হচ্ছেন না, কথাটি বলছিলেন ত্ব-হার (আবু ত্ব-হা মোহাম্মদ আদনান) স্ত্রী। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন এবং তার সঙ্গে আরও তিন ব্যক্তি নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যায় নাই। একই সময় একই ধরনের অভিযোগ করতে দেখেছি নায়িকা পরীমনিকে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি ভাগ্যবতী। কারণ তার মামলা নেয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সেই সৌভাগ্য হয়নি ত্ব-হার পরিবারের।’
বাংলাধারা/এফএস/এআর













