বাংলাধারা প্রতিবেদক »
বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী পাঁচদিন অর্থাৎ ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের রামপুর, মোহরা ও ষোলশহরের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)
সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের রামপুর এইচ-০২ নং ফিডার এর আওতায় জি-ব্লক, বড়পোল, নতুনপাড়া, মইন্যাপাড়া, সিএসডি গোডাউন, সুলতান আহম্মেদ ব্যারিষ্টার প্রকল্প, আর্টিলারী কঁচা বাজার, নাথপাড়া, আব্বাসপাড়া, মহিলা পলিটেকনিকেল কলেজ, আনা বিবি মসজিদ, খালপাড়া পূর্ব পাড়।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর)
সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ০৪ নং ফিডার এর আওতায় মধ্যম রামপুর, ঈদগাহ, বরফকল, বড়পুকুরপাড়, কেতুরা মসজিদ, সোনাশাহ মাজার, ধোপাপাড়া, আনন্দীপুর, বসুন্ধরা আ/এ, তাসফিয়া, বসুন্ধরা ০৫ নং লেইন ও ওয়াসা গলি।
শনিবার (১৭ সেপ্টেম্বর)
সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের রামপুর এইচ-১০ নং ফিডার এর আওতায় এ-ব্লক (পূর্ব পার্শ্ব), বি-ব্লক, ফুল চৌধুরী পাড়া, গলিচিপা পাড়া, পুলিশ বিট, অন্ধ হাফেজ মাজার, আব্বাস পাড়া (বিহারী কবরস্থান), নয়াবাজার (তায়েফ), ০২ নং রোড ১৩ নং লেইন।
রোববার (১৮ সেপ্টেম্বর)
সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের রামপুর এইচ-০৫ নং ফিডার এর আওতায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রেলওয়ে ট্রেনিং সেন্টার ও ডক ইয়ার্ড, পিসি রোড পশ্চিম, হালিশহর এইচ-ব্লক, নিউ এ-ব্লক, আই-ব্লক, জে-ব্লক, আর্টিলারী রোড, সবুজবাগ (আংশিক)।
সোমবার (১৯ সেপ্টেম্বর)
সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের রামপুর এইচ-০৩ নং ফিডার এর আওতায় সবুজবাগ, শ্যামলী, গ্রীনভিউ, গ্রীনভিউ আবাসিক এলাকা, আব্দুপাড়া, শাপলা আ/এ, হালিশহর এ-ব্লক।
কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এছাড়া গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।
বাংলাধারা/এসআরটি













