২৪ অক্টোবর ২০২৫

পাঁচলাইশে আইসক্রিমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, সেই দোকানি গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের পাঁচলাইশে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ওসমান গণিকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট‌) সকাল ৭টার দিকে চান্দগাঁও থানার বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওসমান গণি (৫০) চান্দগাঁও থানার বড়ইপারার আবুইল্লার বাপের বাড়ির মৃত. মতিউর রহমানের পুত্র।

এর আগে গত ২৩ জুলাই রাতে পাঁচলাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ওই শিশুর মা লুৎফুন্নাহার।

পুলিশ জানায়, ওসমান গণি প্রায় ৮ মাস আগে পাঁচলাইশের বাদুরতলা জঙ্গীশাহ মাজার লেনের একটি ভবনের নিচতলায় ছোট একটি দোকান ভাড়া নেয়। সেই ভবনের দ্বিতীয় তলায় ওই শিশুর পরিবার থাকতো। ওই শিশুর বাবা প্রবাসে থাকে। প্রায়ই আইসক্রিমের লোভ দেখিয়ে তাকে ডেকে নিতো গণি। এরপর তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে বিকৃত যৌনাচারে লিপ্ত হতো গণি।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার বলেন, ‘পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওসমান গণি নামের ৫০ বছরের বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে।’

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন