চট্টগ্রাম নগরের পাঁচলাইশে বিপুল পরিমাণ ভেজাল যৌন উত্তেজক ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত ওষুধের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে পাঁচলাইশ থানার অন্তর্গত ষোলশহর তালতলা এলাকার সোনিয়ার মায়ের কলোনীতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. নুরুজ্জামান।
গ্রেপ্তার হওয়া দুই যুবক হলো আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০)। অভিযানে তিন বস্তা ট্যাবলেট কৌটা, আট বস্তা ন্যাচারাল ড্রিংকিং পাউডার এবং তিন বস্তা নীল পাউডার উদ্ধার করে পুলিশ।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এসব ওষুধ অবৈধ ও ভেজাল। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।