বাংলাধারা প্রতিবেদন »
জিম্বাবুয়ের বিরুদ্ধে পুর্ণাঙ্গ সিরিজের একমাত্র টেস্ট, তিন ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টিতে জয়ী হয়েছে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি দ্বিতীয় ম্যাচটিতে জয়ী হলেই তিন ফরম্যাটে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ। এই লক্ষ্য টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগারদের অধিনায়ক মাহমুদউল্লাহ। ১৭.৪ ওভারে সফরকারীদের ৫ উইকেটের পতন হয়েছে । এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১০৭।
বুধবার (১১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে।
তৃতীয় ওভারের তৃতীয় বলে জিম্বাবুয়ে ওপেনার টিনাশে কামুনহুকামউইকে বিদায় করেন আল-আমিন হোসেন। ব্যক্তিগত ১০ রানে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের কাছে ক্যাচ দেন তিনি। এরপর দীর্ঘ সময় উইকেট পায়নি বাংলাদেশ। আর দলীয় ১২তম ওভারে নিজের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট তুলে নিলেন আফিফ হোসেন। তার বলে তুলে মারতে গিয়ে সৌম্য সরকারের ক্যাচে পরিণত হন ক্রেইগ আরভিন। পরের উইকেটটি পান মাহেদি হাসান।
বাংলাদেশের জন্য ম্যাচটি দলে আসা নতুনদের পরীক্ষা করার ভালো এক সুযোগ। প্রথম ম্যাচে জয় পাওয়ায় সিরিজ হারের শঙ্কা নেই। সিরিজের শেষ ম্যাচে তাই তামিম ইকবালকে বিশ্রাম নিয়ে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় দলে নেওয়া হয়েছে নাঈম শেখকে। এছাড়া তরুণ পেসার হাসান মাহমুদ আছেন একাদশে।
বাংলাদেশ এ ম্যাচে চার পেসার নিয়ে নেমেছে। দলে আছেন মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন। এছাড়া পেস অলরাউন্ডার হিসেবে দলে আছেন সাইফউদ্দিন। দলে ঢুকেছেন তরুণ পেসার হাসান মাহমুদ। দলে নিয়মিত স্পিনার হিসেবে খেলছেন মাহেদি হাসান। এছাড়া আফিফ-মাহমুদুল্লাহরা আছেন।
বাংলাদেশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফ উদ্দিন।
জিম্বাবুয়ে: শন উইলিয়ামস (অধিনায়ক), টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মাটুমবোদজি, চার্লটন সুমা, কার্ল মুম্বা, ক্রিস এমপোফু।
বাংলাধারা/এফএস/টিএম
				












