২৩ অক্টোবর ২০২৫

পাঁচ বছরের মধ্যেই মা হতে চান তানজিন তিশা

আগামী পাঁচ বছরের মধ্যেই মা হতে চান অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব প্ল্যাটফর্মে সম্প্রচারিত নতুন টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর প্রথম পর্বে অতিথি হয়ে এসে এই কথা বলেন তিনি।

শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় প্রচারিত হয় টকশোটি, যা দিয়ে উপস্থাপক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন চিত্রনায়ক জায়েদ খান।

উপস্থাপক জায়েদ খান যখন তিশাকে প্রশ্ন করেন— ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’তখন তিশা অকপটে বলেন, ‘আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’

তিনি আরও বলেন, `এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কিন্তু একজন মানুষের প্রফেশনাল লাইফের পাশাপাশি পারসোনাল লাইফটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা এড়িয়ে যাওয়া বা লুকানোর কিছু নেই।’

অনুষ্ঠানে তিশা তার অভিনয়জীবন, জীবনদর্শন ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। কথার ফাঁকে বিয়ের প্রসঙ্গও নিজেই তুলে ধরেন, আর উপস্থাপক জায়েদ খানের দিকেও ছুড়ে দেন মজার ছলে বিয়ের প্রশ্ন।
জায়েদ খান হালকাভাবে মজা করে প্রশ্নের উত্তর দেন, যা দর্শকদের মাঝেও হাস্যরস তৈরি করে।

জানা গেছে, প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে একজন করে তারকা অতিথি আসবেন, যেখানে থাকবে আড্ডা, মজার মুহূর্ত ও খোলামেলা কথোপকথন।

এআরই/বাংলাধারা

 

আরও পড়ুন