২৪ অক্টোবর ২০২৫

পাঁচ বছরের সাজা এড়াতে ৩৯ বছর পলাতক, অবশেষে পুলিশের জালে ধরা

রাউজান প্রতিনিধি : পাঁচ বছরের সাজা এড়াতে ৩৯ বছর পলাতক ছিলেন চট্টগ্রামের রাউজান উপজেলার মো. এসকান্দর (৬০) নামের এক ব্যক্তি। অবশেষে গত ৩০ মে (মঙ্গলবার) রাত আটটায় রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পুলিশের বিশেষ অভিযানে আটক হন এই দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তিনি রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস শুক্কুর খানের ছেলে।

বুধবার (৩১ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন।

রাউজান থানা সূত্রে জানা যায়, গত ১৯৮৪ সালের ১১ সেপ্টেম্বর দুপুরে তৎসময়ের ২১ বছরের টগবগে যুবক মো. এস্কান্দর তার পিতা ও বোনের সাথে তর্কে জড়ানোর জেরে একই এলাকার আবুল হোসেন প্রকাশ বোচাইয়াকে ধারালো কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখমের পাশাপাশি কান কেটে ফেলে। ঘটনার পরপরই তিনি ঘটনায় ব্যবহৃত রক্তাক্ত কিরিচ নিয়ে থানায় হাজির হয়ে অপরাধ স্বীকার করেন।

এই ঘটনার আবুল হোসেনের পরিবার মামলা দায়ের করলে ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে পরের দিন ১২ সেপ্টেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছিলেন। এর কিছুদিন পর আসামি মো. এস্কান্দর জামিন পেয়ে পালিয়ে যান। পরবর্তীতে মামলায় রায়ে বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মামলার রায় দণ্ডিত হলেও আসামি এস্কান্দর ছিলেন পলাতক।

অবশেষে গত ৩০ মে (মঙ্গলবার) রাত ৮ টার দিকে রাউজান থানার থানার একটি চৌকষ পুলিশি টিম পৌরসভার ছিটিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুন