২৪ অক্টোবর ২০২৫

পাকিস্তানের উদ্দেশ্যে শ্রীলঙ্কা ছেড়েছে বাংলাদেশ দল

আগামী ৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরে। তাই আজ পাকিস্তানের উদ্দেশে শ্রীলঙ্কা ছেড়েছে বাংলাদেশ দল।

ইতোমধ্যেই ক্যান্ডি থেকে বাসে করে কলম্বোর উদ্দেশে রওনা হয়েছেন সাকিব-মুশফিকরা। এরপর বিকাল ৪ টার চাটার্ড ফ্লাইটে কলম্বো থেকে লাহোরে যাবে তারা। দলের সঙ্গে কোচিং স্টাফসহ সকল ক্রিকেটারই রওনা হয়েছেন।

গতকাল এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ দল। এমন হারের ফলে টাইগারদের সুপার ফোরে খেলার সমীকরণও অনেক জটিল হয়ে গেছে। ৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার ফোরে থাকতে হলে ম্যাচটা অবশ্যই জিততে হবে বাংলাদেশকে।

আরও পড়ুন