২৬ অক্টোবর ২০২৫

পাকিস্তানে মাদরাসায় বিস্ফোরণ; শিশুসহ নিহত ৭

বাংলাধারা ডেস্ক »

 

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনির একটি মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭০ জনের বেশি মানুষ। এর মধ্যে অধিকাংশই ওই মাদরাসার শিক্ষার্থী। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর ডন, আল জাজিরা।

একজন পুলিশ কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় স্পিন জামাত মসজিদে এই বিস্ফোরণ ঘটে। মসজিদে স্থানীয় শিশুদের জন্য মক্তব কার্যক্রম চালু ছিল বলে জানান তিনি।

বিস্ফোরণের স্থান পরিদর্শন করেছেন খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্যমন্ত্রী তৈমুর সেলিম ঝাগরা। তিনি জানিয়েছেন, আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে গত মাসে খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকায় এক বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত এবং আরও দু’জন আহত হয়।

 

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন