৩১ অক্টোবর ২০২৫

পাকিস্তানে হাসপাতালে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৯

বাংলাধারা ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুই দফা বোমা হামলায় নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বেসামরিক ও ছয়জন পুলিশ। খবর দ্য ডনের।

রবিবার (২১ জুলাই) সকালে ডেরা ইসমাইল খানে এক বেসামরিক হাসপাতালে চালানো হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

দেশটির পুলিশ বলছে, আত্মঘাতী হামলাটি করেছেন একজন নারী। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান হিসেবে পরিচিত তেহরিক ই তালেবান (টিটিপি) পাকিস্তান।

জেলা পুলিশ কর্মকর্তা সেলিম রিয়াজ জানান, স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে রাস্তার পাশে একটি চেক পয়েন্টে মোটরসাইকেলে করে এসে হামলা চালায় দুবৃর্ত্তরা। এসময় দুই পুলিশ সদস্য হন।

তিনি জানান, হতাহতদের একটি বেসামরিক হাসপাতালে নেওয়া হয়। এসময় হাসপাতালে আত্মঘাতী বোমা হামলা করেন এক নারী। এসময় চার পুলিশ সদস্য ও তিনজন বেসামরিক নিহত হন। বেসামরিক তিনজন তাদের আহত আত্মীয়দের দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

তবে তদন্তের স্বার্থে ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। বিস্ফোরণে হাসপাতালটির জরুরি বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ কারণে বাধ্য হয়ে আহতদের মধ্যে কয়েকজনকে অন্যান্য শহরের হাসপাতালগুলোতে পাঠাতে হয়েছে বলে জানান তিনি। টিটিপির হয়ে মুহাম্মদ খুরসানি নামের এক মুখপাত্র হামলার দায় স্বীকার করেছেন।

এক মাস আগে সন্ত্রাসবিরোধী পুলিশের অভিযানে টিটিপির দুই কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ নিতে এ হামলাটি চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ

আরও পড়ুন