২৩ অক্টোবর ২০২৫

পাকিস্তান সফরে হতাশার শুরু, প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হারলো বাংলাদেশ

পাকিস্তান সফরের শুরুটা ভালো হলো না লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার (২৮ মে) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ৩৭ রানে হার মেনেছে টাইগাররা।

২০১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সফরকারীরা। পাকিস্তানের পেসার হাসান আলীর তাণ্ডবে মাত্র ৩০ রানেই ৫ উইকেট তুলে নেয় স্বাগতিকরা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরুর ধাক্কা সামলে দলীয় ২০১ রান তোলে ২০ ওভারে। অধিনায়ক আগা সালমানের ৫৬, শাদাব খানের ৪৮ এবং হাসান নওয়াজের ৪৪ রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় তারা। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম নেন সর্বোচ্চ ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও শুরুটা ভালোই করে। ওপেনার তানজিদ হাসান করেন ৩১ রান, অধিনায়ক লিটনের ব্যাট থেকে আসে ৪৮। দুজনের ব্যাটে কিছুটা আশা জাগলেও বাকিরা ছিলেন একেবারেই ব্যর্থ।

লিটনের বিদায়ের পর জাকের আলী চেষ্টা করেন লড়াই করার, করেন ৩৬ রান। কিন্তু শেষ ৬ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হন। ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১৬৪ রানে।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। আগামী ৩০ মে একই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন