৫ নভেম্বর ২০২৫

মিরসরাই

পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত, রক্ষা পায়নি গবাদি পশুও

চট্টগ্রামের মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়েছেন। রক্ষা পায়নি গরু-ছাগলও। আহতরা চট্টগ্রাম মেডিকেল ও ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন— ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান রনি, মানসিক প্রতিবন্ধি মন্নান, রহিম, রফিক, বিবি ফাতেমা, ফকির, হালিমা, বাবুল, মিয়া। এছাড়াও তাহমিনার ছাগল, মিয়ার গরুও পাগলা কুকুরের কামড় থেকে রক্ষা পায়নি। আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

ওয়াহেদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, ‌‘বৃহস্পতিবার সকালে নারী-পুরুষ, গরু-ছাগলকে একটি পাগলা কুকুর কামড় দেয়। পরবর্তীতে এলাকাবাসী একত্রিত হয়ে কুকুরটি মেরে ফেলে।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, ‘সকালে পাগলা কুকুরের কামড়ে আহত দুইজন হাসপাতেল এসেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মেডিকেলে প্রেরণ করা হয়েছে।’

ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ বলেন, ‘পাগলা কুকুরের কামড়ে আহত ৮ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৬ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। কামরুল হাসান রনি এবং বিবি ফাতেমা হাসপাতে ভর্তি আছেন। তবে বিবি ফাতেমার অবস্থা খুবই গুরুতর।’

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, ‘পাগলা কুকুরের কামড়ে আহত গরু এবং ছাগলকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন