বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রামের সাতকানিয়ায় সাড়ে তিন কোটি টাকার আফিম পাচারকালে সুমন তংচংগ্যা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এসময় তার কাছ থেকে ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।
শনিবার (২৭ আগস্ট) সাতকানিয়ার কেরানীহাট-বান্দরবান মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক সুমন তংচংগ্যা হলেন বান্দরবান থানার বাকিচড়া এলাকার প্রভাত তংচংগ্যার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আঠালো ও খয়েরি রংয়ের ৩ কেজি ৫৮০ গ্রাম আফিমসহ আসামিকে আটক করা হয়।
আটক আসামিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, সে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। অর্থ সংগ্রহের জন্য সে দীর্ঘদিন ধরে পাহাড়ি অঞ্চল থেকে মাদক দ্রব্য (আফিম) সংগ্রহ করে পরবর্তীতে তা দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছে।
উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩কোটি ৫৮ লাখ টাকা বলে জানান র্যাবের এই কর্মকর্তা। আটক আসামি এবং উদ্ধার মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এসআরটি













