৪ নভেম্বর ২০২৫

পাথরঘাটায় বিস্ফোরণের ঘটনায় মামলা

বাংলাধারা প্রতিবেদন »  

পাথরঘাটায় বিস্ফোরণে সাত জন নিহত হওয়ার ঘটনায় অবহেলাজনিত মৃত্যু, আঘাত ও ক্ষতিসাধনের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন নিহত রিকশাচালক মাহমুদুল হকের স্ত্রী শাহিনা আক্তার।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নগরীর কোতেয়ালি থানায় মামলাটি দায়ের করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা এ তথ্য জানিয়েছেন। মামলা কয়জনকে আসামি করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে তিনি রাজি হননি।

তবে থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই মামলায় বড়ুয়া ভবনের মালিক অমল বড়ুয়া ও টিটু বড়ুয়াসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করা হয়েছে।

নোবেল চাকমা বলেন, ‘শাহিনা আক্তারের দায়ের করা মামলাটি আমলে নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।’

উল্লেখ্য, রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় পাথরঘাটার ব্রিক ফিল্ড রোডের বড়ুয়া ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক স্কুল শিক্ষিকাসহ সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ